নৌবাহিনীতে এসএসসি পাসে চাকরির সুযোগ

Robiul Islam Arzu
0


বাংলাদেশ নৌবাহিনী বি-২০২১ ব্যাচে টেকনিক্যাল শাখায় ডাইরেক্ট এন্ট্রি সেইলরস ফর ডকইয়ার্ড কার্যক্রমে ভর্তির সুযোগ। আগ্রহীরা আগামী ৪ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ নৌবাহিনী
ব্যাচের নাম: বি-২০২১
পদের নাম: এমই-২, এমই(এস)-২, ইএন-২ এবং আরইএন-২(বিএন ডকইয়ার্ডের জন্য)

শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞানে এসএসসি/সমমানসহ সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্মবর্ণিত ট্রেডে ৬ মাসের ট্রেড কোর্সধারী অথবা সংশ্লিষ্ট ট্রেডে এসএসসি (ভোকেশনাল) ন্যূনতম জিপিএ ৩.০০ হতে হবে।

ক। মেশিনিস্ট খ। ডিজেল মেকানিক্স গ। অটোমেকানিক্স ঘ। রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং ঙ। ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন চ। প্লাম্বিং এন্ড পাইপ ফিটিং ছ। জেনারেল ইলেকট্রিশিয়ান জ। ইলেকট্রনিক্স

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ট্রেডে ৬ মাসের চাকুরির বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স: ০১ জুলাই ২০১২১ তারিখে ১৭-২৫ বছরের মধ্যে হতে হবে।

বৈবাহিক অবস্থা: বিবাহিত/অবিবাহিত।

প্রার্থীর ধরন: পুরুষ

শারীরিক যোগ্যতা: পুরুষদের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী। বুকের মাপ স্বাভাবিক ৩০ ইঞ্চি ও স্ফীত ৩২ ইঞ্চি সম্প্রসারণ ৫ সেন্টিমিটার বা ২ ইঞ্চি। চোখের দৃষ্টি ৬/৬।

আবেদনের নিয়ম: আগ্রহীরা নৌবাহিনীর ওয়েবসাইট joinnavy.navy.mil.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন। শুধুমাত্র অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।

সাহায্যের জন্য যোগাযোগ করতে পারেন ০১৭৬৯৭০২২১৫ নম্বরে।

আবেদন ফি: ২০০ টাকা

আবেদনের শেষ সময়: ০৪ এপ্রিল ২০২১

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!