২০৪৬ জনকে চাকরি দেবে রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংক

Robiul Islam Arzu
0

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ০৯ ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ‘অফিসার (জেনারেল)’ পদে ২০৪৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০৮ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম ও পদসমূহ: সোনালী ব্যাংক লিমিটেড-৩১৫, জনতা ব্যাংক লিমিটেড-৩৬৯, রূপালী ব্যাংক লিমিটেড-৪৭০, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড-১৪, বাংলাদেশ কৃষি ব্যাংক-৫৩০, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-২৮৯, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন-৪৭, ইনভেস্টমেন্ট কপোরেশন অব বাংলাদেশ-০৫ এবং কর্মসংস্থান ব্যাংক-০৭ জন
পদের নাম: অফিসার (জেনারেল)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর/স্নাতক/স্নাতক (সম্মান)/সমমান। শিক্ষাজীবনে কমপক্ষে দুটিতে প্রথম বিভাগ/শ্রেণি/সমমান। কোন পর্যায়েই তৃতীয় বিভাগ গ্রহণযােগ্য নয়।
বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: ০১ জুলাই ২০১৯ তারিখে সর্বোচ্চ ৩০ বছর। বিশেষ ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর
আবেদনের নিয়ম: আগ্রহীরা erecruitment.bb.org.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদন ফি: ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের পেমেন্ট গেটওয়ে রকেটের মাধ্যমে ২০০ টাকা পাঠাতে হবে।
আবেদনের শেষ সময়: ০৮ মার্চ ২০২০ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন।
সূত্র: বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
#bangladesh bank,bangladesh,bangladesh bank heist,bangladesh bank job,bangladesh bank exam tips,bangladesh bank job preparation,bank,bankgladesh bank,bangladesh bank hack,bangladesh bank note,under bangladesh bank,bangladesh bank ad exam,bangladesh central bank,bangladesh bank job 2020,bangladesh bank reserve,bangladesh bank written,bangladesh bank exam date,bangladesh bank tutorial,bank heist

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!