জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট কোর্সে ভর্তি-2020

Robiul Islam Arzu
0


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট কোর্স- ইংলিশ, চাইনিজ, আরবি, ফ্রেঞ্চ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সটিউট এ ৪ বছর মেয়াদি সার্টিফিকেট কোর্স ইন ইংলিশ ল্যাংগুয়েজ, সার্টিফিকেট কোর্স ইন চাইনিজ ল্যাংগুয়েজ, সার্টিফিকেট কোর্স ইন আরবি ল্যাংগুয়েজ, সার্টিফিকেট কোর্স ইন ফ্রেঞ্চ ল্যাংগুয়েজ, সার্টিফিকেট কোর্সের ভর্তি কাযর্ক্রম আগামী ১৩/২/২০২০ তারিখ হতে শুরু হবে। এ লক্ষ্যে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীগণ ১৩/২/২০২০ হতে ৫/৩/২০২০ তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সময়ে ভর্তির আবেদন ফর্ম সংগ্রহ ও জমা দিতে পারবে।

প্রয়োজনীয় তথ্যঃ
মেয়াদকাল- ৪ বছর।
ফর্ম সংগ্রহ ও জমাদান- ১৩/২/২০২০ হতে ৫/৩/২০২০ তারিখ পর্যন্ত।
ভর্তির সময় সীমা- ১৫/৩/২০২০ হতে ২০/৪/২০২০ তারিখ পর্যন্ত।
ভর্তির নূন্যতম যোগ্যতা- এইচ.এস.সি বা সমপর্যায়ের পরীক্ষায় নূন্যতম ২য় শ্রেনী বা C+ গ্রেড প্রাপ্ত ছাত্র-ছাত্রীগণ।
মৌখিক পরীক্ষা- ইংলিশ ও চাইনিজ = ১১/৩/২০২০ (৫.৩০-৬.৩০ টা)
আরবি ও ফ্রেঞ্চ = ১১/৩/২০২০ (৭.০০-৮.০০ টা)
ফলাফল- ১২/৩/২০২০ বেলা ২টা।
ক্লাস শুরুর তারিখ- ৩/৫/২০২০
ক্লাসের সময়- রবিবার ও মঙ্গলবার (৫.০০-৯.০০ টা)
ভর্তির আবেদন ফর্মের মূল্য- ৩০০ টাকা/

ভর্তি সংক্রান্ত তথ্য আধুনিক ভাষা ইন্সটিটিউট (নতুন ভবন, ৬ তলা, কক্ষ নং ৬০৮) এর অফিস, নোটিশ বোর্ড, অফিস ফোন- ০২৯৫৮৪৭৯১ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.jnu.ac.bd থেকে জানা যাবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!