প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ ও প্রবেশপত্র ডাউনলোড কয়েক দিনের মধ্যে প্রকাশিত হবে। প্রাইমারি স্কুল শিক্ষক নিয়োগ পরীক্ষার সম্ভাব্য তারিখ ১৫ মার্চ ২০১৯ । প্রাথমিক শিক্ষক নিয়োগের এডমিট কার্ড dpe.teletalk.com.bd অথবা admit.dpe.gov.bd ওয়েবসাইট হতে ডাউনলোড করা যাবে।
সরকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা কয়েকটি ধাপে সম্পন্ন হবে। পরীক্ষার তারিখ প্রকাশিত হওয়ার পর সাধারণত এডমিট কার্ড ডাউসলেডি করা যায়। সরকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা জেলা ভিত্তিক হয়ে থাকে।
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ:
সরকারী সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ এখনও প্রকাশিত হয়নি । Primary Asistant পরীক্ষার তারিখ ২৪ মে ২০১৯ হতে শুরু হয়েছে। বিভিন্ন দেনিক বিভিন্ন পত্রিকায় সম্ভাব্য তারিখ প্রকাশিত হয়েছে । তবে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সঠিক তারিখ প্রকাশ করবেন।
প্রাথমিক শিক্ষক অধিদপ্তর dpe.teletalk.com.bd ওয়েবসাৈইটে পরীক্ষার তারিখ প্রকাশ করে থাকেন। আমরা পরীক্ষার তারিখ প্রকাশিত হলে https://bangla-cyber24.blogspot.com/ওয়েবসাইটে প্রকাশ করেছি।
প্রাথমিক সহকারী শিক্ষক Admit card ডাউনলোড:
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশ পত্র এখনও ডাউনলোড করা যাচ্ছে না। প্রাইমারি এডমিট কার্ড ডাউনলোড লিংক বা সাইট এ্যাড্রেস:https://admit.dpe.gov.bd/att/applicant/login
যারা এসএমএস পেয়েছেন তারা ইউজার আইডি পাসওযার্ড দিয়ে প্রবেশ পত্র তুলতে পারবেন। যাদের হারিয়েছে গেছে বা মনে নাই তারা আবেদন পত্রের কপিতে দেয়া ইউজার আইডি দিয়ে পাসওয়ার্ড রিকোভার করতে পারবেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রলালয়ের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা এর প্রবেশপত্র ডাউনলোড এর তারিখ প্রকাশ করে থাকেন।


