এটি একটি গানময় এক পর্বের গল্প।
—————
➢বিকেল ৫.০০ টা!!
ব্যাস্ত শহর।।
মেঘলা দিন।। কালো মেঘে আকাশ ছেয়ে গেছে।।
আকাশ যেকোনো সময় তার কান্না শুরু করে দিতে পারে।।
একটা গানের কথা মনে পড়লো।।
“কালো মেঘ জমেছে আকাশে
একটা গানের কথা মনে পড়লো।।
“কালো মেঘ জমেছে আকাশে
এখনই অঝরে বৃষ্টি ঝরবে
তবু পাই না তোমাকে খুজে
পাই না তোমায় পাশে। ”
২৩ বছর বয়সী একটি মেয়ে রান্না করতেছে , ভুনা খিচুড়ি, সরষে ইলিশ সাথে বেগুন ভাজি।। হয়তো তার প্রিয় জনের জন্য।। যাকে ঘিরেই তার জীবন।।
তার মুখে অবিরত হাসি, এই হাসি টা অনেকটা মোনালিসা এর রহস্য ময় হাসিটার মতো।। 😀😄😄
” আমি জানি আজ তুমি অনেক খুশি হবে।। আজকে যে আমাদের জীবনের সবচেয়ে আনন্দের দিন ” মেয়েটি মনে মনে বলতেছে আর মুচকি মুচকি হাসতেছে।।😀😀😀
হঠাত করেই ঝুম বৃষ্টি নামলো।।
ঝুম বৃষ্টি হচ্ছে।।
মেয়েটি তাড়াতাড়ি করে রান্না শেষ করে এক দৌড় দিয়ে ছাদে ছুটে এলো।।
হয়তো মেয়েটির বৃষ্টি ভালো লাগে নাহলে কোনো সুখের স্মৃতি আছে এই বৃষ্টি কে ঘিরে।।
কবিগুরু রবীন্দ্রনাথ তার কবিতায় বলেছেন….
“এমন দিনে তারে বলা যায়
২৩ বছর বয়সী একটি মেয়ে রান্না করতেছে , ভুনা খিচুড়ি, সরষে ইলিশ সাথে বেগুন ভাজি।। হয়তো তার প্রিয় জনের জন্য।। যাকে ঘিরেই তার জীবন।।
তার মুখে অবিরত হাসি, এই হাসি টা অনেকটা মোনালিসা এর রহস্য ময় হাসিটার মতো।। 😀😄😄
” আমি জানি আজ তুমি অনেক খুশি হবে।। আজকে যে আমাদের জীবনের সবচেয়ে আনন্দের দিন ” মেয়েটি মনে মনে বলতেছে আর মুচকি মুচকি হাসতেছে।।😀😀😀
হঠাত করেই ঝুম বৃষ্টি নামলো।।
ঝুম বৃষ্টি হচ্ছে।।
মেয়েটি তাড়াতাড়ি করে রান্না শেষ করে এক দৌড় দিয়ে ছাদে ছুটে এলো।।
হয়তো মেয়েটির বৃষ্টি ভালো লাগে নাহলে কোনো সুখের স্মৃতি আছে এই বৃষ্টি কে ঘিরে।।
কবিগুরু রবীন্দ্রনাথ তার কবিতায় বলেছেন….
“এমন দিনে তারে বলা যায়
এমন ঘনঘোর বরিষায়। ”
এই বরষা হয়তো কারো জীবনের সুখ,, আবার কারো জীবনের চোখের পানি লুকানোর কারন।। দেখা যাক কি হয়??
মেয়েটি আনন্দে নাচতেছ আর চিৎকার করে কিছু একটা বলতেছে যেটা অদূরেই বৃষ্টি এর শব্দের সাথে আকাশে মিশে যাচ্ছে।।
”(.............), তোমাকে অনেক ভালোবাসি ”
এই বরষা হয়তো কারো জীবনের সুখ,, আবার কারো জীবনের চোখের পানি লুকানোর কারন।। দেখা যাক কি হয়??
মেয়েটি আনন্দে নাচতেছ আর চিৎকার করে কিছু একটা বলতেছে যেটা অদূরেই বৃষ্টি এর শব্দের সাথে আকাশে মিশে যাচ্ছে।।
”(.............), তোমাকে অনেক ভালোবাসি ”
গান – বরষা ( গায়িকা – কণা)
“মেঘের গায়ে, নূপুর পায়ে, নাচে বরষা
“মেঘের গায়ে, নূপুর পায়ে, নাচে বরষা
বৃষ্টি কি তার ছন্দ জেনেছে
শ্রাবণ কি তার মন্ত্র বলেছে
দু’হাত তুলে কোমল সুরে
ডাকে কুয়াশা, বরষা
দু’হাত তুলে কোমল সুরে
ডাকে কুয়াশা, ভেজে বরষা.. ”
মেয়েটি আর কেউ নয় আমাদের সবার প্রিয় নিছা।
কদম ফুল
আকাশের চোখ বেয়ে মেঘের বক্ষ চিরে
শ্রাবণের আগমনে অঝরে যখন বৃষ্টি ঝরে -
সবুজ পাতার ফাঁকে কদম ফুলের রেনুগুলো -
অঝোরে ঝরা বৃষ্টির তোড়ে যায় যে ঝরে ।
সবুজ গাছের ডালে ফোঁটা কদম ফুল -
বৃষ্টির কান্নায় হয় যে ব্যাকুল !!
💕💕💕💕
অবশ্যয় জানাবেন কেমন লাগলো।। টাইপ করতে অনেক কষ্ট হয়েছে।



