বাংলাদেশ বিমান বাহিনীর ৮১ বিএএফএ কোর্সে ‘অফিসার ক্যাডেট’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত যোগ দিতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ বিমান বাহিনী
কোর্সের নাম: ৮১ বিএএফএ কোর্স
পদের নাম: অফিসার ক্যাডেট
শাখার নাম: জিডি (পি), ইঞ্জিনিয়ারিং, লজিস্টিক, এটিসি/এডিডব্লিউসি/মিটিওরলজিক্যাল, অ্যাডমিন এবং ফিন্যান্স ব্রাঞ্চ শিক্ষাগত যোগ্যতা: নির্ধারিত জিপিএসহ এসএসসি, এইচএসসি/সমমান
শাখার নাম: জিডি (পি), ইঞ্জিনিয়ারিং, লজিস্টিক, এটিসি/এডিডব্লিউসি/মিটিওরলজিক্যাল, অ্যাডমিন এবং ফিন্যান্স ব্রাঞ্চ শিক্ষাগত যোগ্যতা: নির্ধারিত জিপিএসহ এসএসসি, এইচএসসি/সমমান
বয়স: ২৯ ডিসেম্বর ২০১৯ তারিখে ১৬ বছর ৬ মাস থেকে ২২ বছরের মধ্যে
বৈবাহিক অবস্থা: অবিবাহিত
বৈবাহিক অবস্থা: অবিবাহিত
শারীরিক যোগ্যতা: পুরুষের উচ্চতা কমপক্ষে ৬৪ ইঞ্চি, বুকের মাপ ৩২ ইঞ্চি, সম্প্রসারণ ২ ইঞ্চি, নারীর ক্ষেত্রে জিডি(পি) কমপক্ষে ৬৪ ইঞ্চি, অন্যদের ৬২ ইঞ্চি, বুকের মাপ ২৮ ইঞ্চি, সম্প্রসারণ ২ ইঞ্চি। উভয়ের ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী। চোখের মাপ ৬ বাই ৬ এবং স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন।
আবেদনের নিয়ম: আগ্রহীরা www.joinbangladeshairforce.mil.bd ওয়েবসাইট অথবা joinBAFঅ্যাপের মাধ্যমে আবেদন করতে পারবেন।
বিস্তারিত জানতে দেখুন
আমাদের আরো চাকরির খবর রয়েছে আপনাদের জন্য। চাকরির খবর জানতে আমাদের চাকরির খবর ক্যাটাগরি ফলো করুন।
সরকারি বেসরকারি সকল চাকরির খবর পড়তে আমাদের চাকরির খবর পেজে বিজিট করু




