বাংলাদেশ নৌবাহিনীর বি-২০১৯ ব্যাচে নাবিক ও এমওডিসি (নৌ) পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা নির্ধারিত সময়ে নির্ধারিত স্থানে উপস্থিত থাকতে পারেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ নৌবাহিনী
শাখার নাম: ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান। বিজ্ঞানে জিপিএ ৩.০০। এসএসসিতে উচ্চতর গণিত এবং বিএন ডকইয়ার্ড কো-অপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে ন্যূনতম ‘এ’ গ্রেড প্রাপ্তদের অগ্রাধিকার
শাখার নাম: মেডিকেল
শিক্ষাগত যোগ্যতা: জীববিজ্ঞানসহ এসএসসি (বিজ্ঞান)/ সমমান। জিপিএ ৩.০০
শাখার নাম: পেট্রোলম্যান, রাইটার, স্টোর, কুক, স্টুয়ার্ড ও এমওডিসি (নৌ)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান। সব বিভাগে জিপিএ ৩.০০।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান। সব বিভাগে জিপিএ ৩.০০।
শাখার নাম: টোপাস
শিক্ষাগত যোগ্যতা: ৫ম শ্রেণি
প্রার্থীর ধরন: পুরুষ
নাগরিকত্ব: বাংলাদেশি নাগরিক
বৈবাহিক অবস্থা: অবিবাহিত
দক্ষতা: সাঁতার জানতে হবে
নাগরিকত্ব: বাংলাদেশি নাগরিক
বৈবাহিক অবস্থা: অবিবাহিত
দক্ষতা: সাঁতার জানতে হবে
বয়স: ০১ জুলাই ২০১৯ তারিখে নাবিকের ক্ষেত্রে ১৭-২০ বছর। এমওডিসির (নৌ) ক্ষেত্রে ১৭-২২ বছর
আবেদনের নিয়ম: ভর্তির জন্য www.joinnavy ওয়েবসাইটে গিয়ে ফরম পূরণ করতে হবে।
উপস্থিতি: প্রয়োজনীয় সনদ ও কাগজপত্রসহ নির্ধারিত ভর্তিকেন্দ্রে সকাল ৮টায় উপস্থিত থাকতে হবে।
আমাদের আরো চাকরির খবর রয়েছে আপনাদের জন্য। চাকরির খবর জানতে আমাদের চাকরির খবর ক্যাটাগরি ফলো করুন।
সরকারি বেসরকারি সকল চাকরির খবর পড়তে আমাদের চাকরির খবর পেজে বিজিট করু




